Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 সেবা সমূহঃ

 

১। গ্রামীণ ও প্রান্তিক কৃষক নারী পুরুষদের আনুষ্ঠানিক/অনুষ্ঠানিক দল/সমিতির মাধ্যমে সংগঠিত করণ।

 

২। নিজস্ব পুঁজি গঠনঃ

 

৩। বিভিন্ন ধরণের কৃষি/অকৃষি ঋণ সহজ শর্তে ও স্বল্প মুনাফায়ঃ

 

৪। প্রশিক্ষণঃ বিভিন্ন আয় বর্ধন মূলক ও চাহিদা ভিত্তিক

 

৫। উন্নত মানের সার বীজ এর ব্যবহার/ সরবরাহঃ

৬। উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারঃ

৭। স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মকান্ডঃ

৮। শিক্ষা সংক্রান্ত- নিরক্ষরতা দূরীকরণ

৯। সমাজিক কুসংস্কার দুরীকরণ

১০। নারীর ক্ষমতায়ন বাল্য বিবাহ রোধ যৌতুক নিরোধ বৃক্ষ রোপনে উদ্ধুদ্ধকরণ  প্রভৃতি

১১। কৃষক পর্যায়ে নারী পুরুষদের মধ্যে নেতৃত্বে বিকাশ সাধন

১২। সমাজ সেবা মূলক

কীভাবে পাওয়া যায়ঃ-

 

মাঠ কর্মীদের মাধ্যমে/ সরাসরি

 

 

নিয়মিত শেয়ার/সঞ্চয় জমা ও অনুদান প্রাপ্তির মাধ্যমে।

 

প্রাথমিক সমিতি/দলের মাধ্যমে গ্রুপ ভিত্তিতে।

 

উপজেলা পর্যায়ে/ প্রাথমিক সমিতিতে

 

সরাসরি/পারস্পরিক শিখন প্রক্রিয়ার মাধ্যমে।

গ্রুপ ভিত্তিতে

উঠান বৈঠকের মাধ্যমে

প্রশিক্ষনের মাধ্যমে

প্রশিক্ষণের মাধ্যমে

উঠান বৈঠক/ প্রশিক্ষণ

উঠান বৈঠক প্রশিক্ষণ

সরাসরি